Sentence কাকে বলে?

একাধিক শব্দ (Word) পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তাকে Sentence বলে

সুতরাং Sentence হওয়ার শর্ত দুটি। যথা:

  1. একাধিক শব্দ পাশাপাশি বসবে
  2. সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে

তাই শুধুমাত্র একাধিক শব্দ পাশাপাশি বসলেই তাকে Sentence বলা যাবে না। Sentence হতে হলে সম্পূর্ণরূপে বক্তার মনের ভাবও প্রকাশ করতে হবে। যেমনঃ

  • পূর্ণাঙ্গ Sentence: Salam is a good student. (সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করেছে)
  • Sentence নয়: Good a Salam student is. (সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করেনি)

sentence কাকে বলে


Sentence কত প্রকার?

আমরা জানি Sentence পাঁচ প্রকার। কিন্তু প্রকৃতপক্ষে Sentence-এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে।

যেমন অর্থ অনুসারে Sentence পাঁচ প্রকার। যা মূলত Sentence এর প্রধান প্রকারভেদ। আবার গঠন অনুসারে Sentence তিন প্রকার


অর্থ অনুসারে Sentence প্রধানত পাঁচ প্রকার

অর্থ অনুসারে Sentence প্রধানত পাঁচ প্রকার। যথা:

  1. Assertive Sentence (বিবৃতি বা বর্ণনামূলক বাক্য)
  2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
  3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
  4. Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য)
  5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)

1. Assertive Sentence কাকে বলে?

যে Sentence দ্বারা কোন বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে Assertive Sentence বলে। 

উদাহরণ:

Assertive এর গঠন: Subject+ Verb+ Object.

  • I play football. (আমি ফুটবল খেলি।)
  • The cat is sleeping. (বিড়ালটি ঘুমাচ্ছে।)
  • I like fruits. (আমি ফল পছন্দ করি।)

Assertive sentence দুই প্রকার। যথা:

  • Affirmative Sentence (হ্যাঁ বোধক বাক্য)
  • Negative Sentence (না বোধক বাক্য)

উদাহারণ:

  • Affirmative: Rahim is a good boy.
  • Negative: Rahim is not a good boy.

2. Interrogative Sentence কাকে বলে?

যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বলে। 

উদাহরণ:

Interrogative এর গঠন: Wh-word+ Auxiliary Verb+ Subject+ Verb+ Object+?

  • What is your name? (তোমার নাম কী?)
  • Who is he? (সে কে?)
  • Where did you go yesterday? (গতকাল তুমি কোথায় গিয়েছিলে?)

3. Imperative Sentence কাকে বলে?

যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ , নিষেধ, প্রস্তাব ইত্যাদি বুঝায় তাকে Imperative Sentence বলে। 

উদাহরণ:

Imperative এর গঠন 01: Verb+ Object.

  • আদেশ: Open the door. (দরজাটি খোলো।)
  • উপদেশ:  Read more and more. (বেশি বেশি পড়ো।)
  • অনুরোধ: Help me. (আমাকে সাহায্য করো।)
  • নিষেধ:  Never tell a lie. (কখনো মিথ্যা কথা বলবে না।)

Imperative এর গঠন 02: Let+ 1st/3rd Person(Objective)+ Verb+ Object.

  • প্রস্তাব:  Let him go. (তাকে যেতে দাও)

4. Optative Sentence কাকে বলে?

যে Sentence দ্বারা মনের ইছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে Optative Sentence বলে

উদাহরণ:


Optative এর গঠন 01: May+ Subject+ Verb+ Object.

  • প্রার্থনা: May Allah bless you. (আল্লাহ তোমার মঙ্গল করুক।)

Optative এর গঠন 02: Long+ Verb+ Object.

  • ইচ্ছা: Long live Bangladesh. (বাংলাদেশ দীর্ঘজীবী হোক।)

5. Exclamatory Sentence কাকে বলে?

যে Sentence দ্বারা আকস্মিকভাবে মনের আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে

উদাহরণ:

Exclamatory এর গঠন 01: What a/an বা How+ Adjective+ Subject+ Verb+!

  • বিস্ময়: What a beautiful flower it is! (কত সুন্দর ফুল!)

Exclamatory এর গঠন 02: Exclamatory Word!/If/Had+ Subject+ Verb+ Object.

  • আবেগ: Alas! I am undone. (হায়! আমার সর্বনাশ হয়ে গেছে।)
  • অনুভূতি: Hurrah! We have won the game. (হুররাহ! আমরা খেলা জিতেছি।)

গঠন অনুসারে Sentence তিন প্রকার

Structure বা গঠনের দিক থেকে Sentence তিন প্রকার। যথা:

  1. Simple Sentence (সরল বাক্য)
  2. Complex Sentence (জটিল বাক্য)
  3. Compound Sentence (যৌগিক বাক্য)

1. Simple Sentence কাকে বলে?

যে Sentence-এ একটি মাত্র Subject এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (Finite Verb) থাকে তাকে Simple Sentence বলে

উদাহরণ:

  • I play football. (আমি ফুটবল খেলি।)
  • He went to school. (সে স্কুলে গিয়েছিল।)

এখানে I play football. – বাক্যে একটি মাত্র Subject হলো “I” এবং একটি মাত্র সমপিকা ক্রিয়া “play.”

এই বাক্যে একটির বেশি Subject ও সমপিকা ক্রিয়া নেই। তাই এই বাক্যটিকে আমরা Simple Sentence বলতে পারি।

Note: সমাপিকা ক্রিয়াকে (Finite Verb) আমরা Main Verb হিসাবে জানি।

2. Complex Sentence কাকে বলে?

যে Sentence-এ একটি প্রধান খন্ড বাক্য (Principal Clause) থাকে এবং এক বা একাধিক অন্য বাক্যের উপর নির্ভরশীল খন্ড বাক্য (Subordinate Clause) থাকে তাকে Complex Sentence বলে

উদাহরণ:

  • If you work hard, you will shine in life. ( যদি তুমি কঠোর পরিশ্রম করো, তবে তুমি জীবনে উন্নত করবে।)
  • I know that he will come back to home. (আমি জানি যে, সে বাড়ি ফিরবে।)

যে শব্দ সমূহ দ্বারা Complex Sentence যুক্ত থাকে:

সাধারণত নিচের শব্দগুলো Subordinate Clause আগে থাকলে সেই বাক্যটি Complex Sentence হবে। তাই Complex Sentece চিনতে নিচের শব্দগুলো মনে রাখা যেতে পারে। 

  •  Though (তবে)
  • Although (যদিও)
  • As/Since/Because (যেহেতু/কারণে)
  • Till (পর্যন্ত)
  • Until (পর্যন্ত)
  • If (যদি)
  • Unless (না হলেও)
  • How (কিভাবে)
  • When (যখন)
  • Where (কোথায়)
  • Whether (যদি)
  • Which (কোন)
  • Which (যাচ্ছে কোন)
  • Who (কে)
  • Why (কেন)
  • While (যখন)
  • That (যে)
  • So that (তাই যে)
  • After (পরে)
  • Before (পূর্বে)

3. Compound Sentence কাকে বলে?

যে Sentence-এ একাধিক প্রধান খন্ড বাক্য (Principal Clause) Co-ordinating Conjunction (and, but, or, yet ইত্যাদি) দ্বারা যুক্ত থাকে তাকে Complex Sentence বলে

উদাহরণ:

  • Work hard and shine in life. ( কঠোর পরিশ্রম করো এবং জীবনে উন্নত করো।)
  • He is poor but he is honest. (সে গরিব কিন্তু সৎ।)

সকল Sentence এর উদাহরণ সহ গঠন একসাথে

Sentence (বাক্য)

Structure (গঠন)

Example (উদাহারণ)

Assertive

Sub +Verb +Obj.

  • They play football. 
  • I go to school.

Interrogative

Wh-word +Auxiliary Verb +Sub +Verb +Obj +?

  • Where did he go yesterday? 
  • Who is he?
  • Are you going to school?

Imperative

Verb +Obj.

  • Do the work at once. 
  • Read more and more.
  • Lend me a book, please
  • Don’t make a noise. 

Let +1st/3rd Person (Obj) +Verb +Obj.

  • Let him do the work.

Optative

May +Sub +Verb +Obj.

  • May you be happy.

Long +Verb +Obj.

  • Long live Bangladesh.

Exclamatory

What a/an বা How +Adjective +Sub +Verb +!

  • What a beautiful flower it is! 
  • How nice bird it is!!

Exclamatory Word!/If/Had +Sub +Verb +Obj.

  • Hurrah! We have won the game.
  • If I were a king!
  • Had I wings of a bird.
Scroll to Top