Person কাকে বলে? কত প্রকার ও কী কী? সবচেয়ে সহজ ভাষায়

person কাকে বলে

Person কাকে বলে?

বাক্যে (Sentence) ব্যবহৃত যে সকল Noun বা Pronoun দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে Person বলে। যেমন: I, we, you, he, she, it, they, chair, table ইত্যাদি।

উদাহরণ: 

I go to school. – এই বাক্যে I(আমি) দ্বারা একটি প্রাণী বোঝায়। একইভাবে It is a very beautiful flower. – বাক্যে It(এটা) দ্বারা একটি বস্তুকে বোঝায়। 

এখানে IIt দ্বারা প্রাণী বা বস্তুকে বোঝায় বলে এই শব্দগুলোকে আমারা Person বলতে পারি।

Note: Person সব সময় কোনো প্রাণী বা বস্তুকে নির্দেশ করবে। আর Person-এর Parts of Speech হবে Noun অথবা Pronoun.

person কাকে বলে

ইংরেজি গ্রামারে Person বিষয়টি Number-এর সাথে সম্পর্কিত। তাই উপরে Number-এর সাথে প্রায় সকল Person-এর উদাহারণ দেওয়া হলো।


Person কত প্রকার?

Person (পুরুষ) তিন প্রকার। যথা:

  1. First Person (উত্তম পুরুষ)
  2. Second Person (মধ্যম পুরুষ)
  3. Third Person (নাম পুরুষ)

1. First Person কাকে বলে?

কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাকে First Person বলে। যেমন: I, me, my, mine, we, us, our, ours ইত্যাদি।

অর্থাৎ First Person এমন একটি শব্দ হবে,  যা বাক্যের মধ্যে থাকা ঐ ব্যক্তির নিজের সম্পর্কে কিছু বলতেছে এমন বোঝাবে।

যেমন “I am Bangladeshi.” এই বাক্যে Person হচ্ছে: I (আমি)। আর এই বাক্যে বক্তা তার নিজের সম্পর্কে বলতেছে যে, “আমি একজন বাংলাদেশী “। তাই এখানে “I” হলো First Person.

উদাহরণ:

  • I (আমি)I am a student.
  • Me (আমাকে): He helps me.
  • My (আমার)My favorite food is Biryani.
  • Mine (আমার): The red pen is mine.
  • We (আমরা)We should help the poor.
  • Us (আমাদের): The festival brings us together.
  • Our (আমাদের)Our traditions are rich and diverse.

2. Second Person কাকে বলে?

কোনো বাক্যে যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে Second Person বলে। যেমন: You, your, thou ইত্যাদি।

অর্থাৎ যে বা যারা আমাদের সামনে উপস্থিত থাকে এবং যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তারাই হচ্ছে Second Person. 

যেমন “You are a teacher.” এই বাক্যে You নামক Person-কে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে “তুমি একজন শিক্ষক।” তাই এখানে “You” হলো Second Person.

উদাহরণ:

  • You (তুমি): You are very sweet.
  • Your (তোমাকে): – Your book is on the table.

Note: সাধারণত ইংরেজি গ্রামারে You, Your, Thou (তুমি) এই তিনটি Second Person রয়েছে।


3. Third Person কাকে বলে?

কোনো বাক্যে যে বা যাদের সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে Third Person বলে। যেমন: He, she, him, her, it, they, them, their এবং যে কোনো প্রাণী বা বস্তুর নাম (Rahim, flower, chair, table) ইত্যাদি।

First Person ও Second Person ছাড়া, যে সব ব্যক্তিদের সম্পর্কে কিছু বলা হয় সে বা তারাই হচ্ছে Third Person. 

উদাহরণ:

  • He (সে)He is going to the market.
  • She (সে)She is reading a book.
  • Him (তাকে): I gave the book to him.
  • Her (তাকে): I called her yesterday.
  • It (এটা)It is raining outside.
  • They (তারা)They are playing football.
  • Them (তাদের): I will help them.
  • Their (তাদেরকে)Their house is big.
  • My friend (আমার বন্ধু)My friend is coming over for dinner.
  • Rahim (রহিম)Rahim is a good student.

Person চেনার উপায়

Person চেনার জন্য নিচের বাক্য সমূহ মনে রাখা যেতে পারে:

  1. First Person: “আ” দ্বারা বাংলা অর্থ শুরু হবে (কোনো কিছুর নাম ব্যতীত)। যেমন: I=মি, We=মরা)
  2. Second Person: মাত্র তিনটি। যেমনঃ You, Your, Thou
  3. Third Person: আমি, তুমি ছাড়া, ভবে (পৃথিবীতে) আছে যারা Third Person তারা। অর্থাৎ First Person ও Third Person ছাড়া বাকিসব Third Person.

সকল Number ও Person একসাথে

PersonNumberSubjectObjectPossessive
First PersonSingularI (আমি)Me (আমাকে)My-Mine (আমার)
PluralWe (আমরা)Us (আমাদেরকে)Our-Ours (আমাদের)
Second PersonSingularYou (তুমি)You (তোমাকে)Your-Yours (তোমার)
PluralYou (তোমরা)You (তোমাদেরকে)Your-Yours (তোমাদের)
Third PersonSingularHe (সে)Him (তাকে)His (তার)
She (সে)Her (তাকে)Her-Hers (তার)
It (এটা)It (এটাকে)Its (এটার)
PluralThey (তারা)Them (তাদেরকে)Their-Theirs (তাদের)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *